ওয়ান ডেক্রিকেটন্যাশনাল

ম্যাচ সেরা হয়ে মুস্তাফিজ আইপিএল নিয়ে যা জানালেন

আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন চেন্নাই এর হয়ে। মোস্তাফিজ দেশে ফেরেন পহেলা মে চেন্নাইয়ের ম্যাচটি খেলে। তবে তাকে হুট করেই মাঠে নামিয়ে দিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। সামনে বিশ্বকাপ। তাই বিশ্রামে রাখা হয় কাটার মাস্টারকে।

Mustafiz
ফটো: মুস্তাফিজুর রহমান

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন টি-টোয়েন্টিতে ছিলেন না। অবশেষে মাঠে নামলেন জাতীয় দলের হয়ে। আইপিএলের ফর্মই যেন টেনে আনলেন। মাঠে নেমেই ম্যাচসেরা হলেন বাঁহাতি এই পেসার।

আজ (শুক্রবার) মিরপুরে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ৪ ওভার হাত ঘুরিয়ে ১৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন মোস্তাফিজ। এর মধ্যে গুরুত্বপূর্ণ ১৯তম ওভারে এসে মাত্র ৭ রান খরচ করে নেন একটি উইকেট।

শেষ ২ ওভারে জিম্বাবুয়ের জয়ের জন্য দরকার ছিল মোটে ২১ রান। ১৯তম ওভারে মোস্তাফিজ দারুণ বোলিং না করলে হয়তো ম্যাচটা হাত থেকে ছুটে যেতো।

সবমিলিয়ে মোস্তাফিজকেই ম্যাচের সেরা পারফমার হিসেবে বেছে নেওয়া হয়েছে। ম্যাচ সেরা হয়ে মুস্তাফিজ আইপিএল নিয়ে বলেন,”আইপিএলের অভিজ্ঞতা আজকের ম্যাচে কাজে লেগেছে। আশা করি সামনে ধারাবাহিকতা ধরে রাখবো।

ক্রিকেট খেলার সিক্রেট সব খবর, প্রিডিকশন এবং লেটেস্ট নিউজ পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, প্রিয়ো স্পোর্ট এর টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন

নিশাত হাসান

নিশাত হাসান একজন ক্রিকেট এনালাইস্ট, স্পোর্টস্ ব্লগ রাইটার এবং কন্টেন্ট ক্রিয়েটর, তিনি প্রিয়ো স্পোর্ট কমিউনিটিতে কাজ শুরু করেন মে ২০২৪ এ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button